নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।