সোমবার | ১৮ আগস্ট, ২০২৫ | ৩ ভাদ্র, ১৪৩২

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।


এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।


এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.