নাটোর প্রতিনিধি :
শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন-এই তিন বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করা জরুরি। আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে, তবে এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) নাটোরের লালপুরের গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে অভিভাবক সমাবেশ ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন।
ডিসি আসমা শাহীন আরও বলেন, শিক্ষার্থীরা অনেক সময় দুপুরে খাবারের অজুহাতে বিদ্যালয় থেকে বের হয়ে আর ফিরে আসে না, এতে তাদের শেখার ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে তিনি সবাইকে বিদ্যালয়ে টিফিন আনার পরামর্শ দেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দুর্নীতি-মাদক থেকে দূরে থাকা এবং শিক্ষক-অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এর আগে তিনি লালপুর উপজেলা পরিষদের পুকুরপাড়ে ওয়াকওয়ে নির্মাণ, স্যালুটিং ডায়াস ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্প; লালপুর উপজেলা অফিসার্স ক্লাব; ইউএনও-র বাসভবনে নবনির্মিত গোলঘর; আগত দর্শনার্থীদের ওয়েটিংরুম; গোপালপুর পৌরসভার রাজাপুর রোড থেকে পৌরভবন পর্যন্ত আরসিসি রাস্তা; ডাস্টবিন; গার্ভেজ ভ্যানগাড়ী এবং পৌরসভার ফুল বাগান উদ্বোধন করেন।
এডিপির অর্থায়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ; প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ; লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে ফিল্ম বিতরণ এবং ঈশ্বরদী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিওবি) কর্মসূচীর কার্ড ও পুষ্টি চাল বিতরণ করেন ডিসি।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, লালপুর থানা, লালপুর ইউনিয়ন পরিষদ, ঈশ্বরদী ইউনিয়ন ভূমি অফিস, মঞ্জিলপুকুর আশ্রয়ণ প্রকল্প; গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; ঈশ্বরদী ইউনিয়নে পদ্মা নদীর পাড়; যুব প্রশিক্ষণ কেন্দ্র; উপজেলা ভূমি অফিস এবং গোপালপুর পৌরসভা পরিদর্শন করেন তিনি।