ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গতকাল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে স্মরণকালের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নের্তৃত্বে শহরের নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। তিনি আরো বলেন, আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। ইতোমধ্যেই তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এ দেশের মানুষের আস্থা অর্জন করেছে; আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে মতায় দেখতে চায়। তাই বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না।
পথসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। শ্রমিকদলের কেন্ত্রীয় নেতা আহসান হাবীব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল, ঈশ্বরদী প্রেসক্লবের সভাপতি আজিজুর রহমান শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী মেম্বার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, খোরশেদ আলম দিপু, আক্তার হোসেন নিফা ও মাহামুদ হাসান সোনামনিসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।