বিশেষ প্রতিনিধি:
এমিরেটস এয়ারলাইন নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাদের পরিচালিত সকল এ৩৮০ ফ্লাইটে বহুল প্রশংসিত ‘প্রিমিয়াম ইকোনমি’ কেবিনসহ চার শ্রেণীর কেবিন সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে, এমিরেটসের একটি দৈনিক এ৩৮০ ফ্লাইটে (EK 203/ 204) এই কেবিন সেবা পাওয়া যাওয়ার খবর তাদের মিডিয়া উইং জানিয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে দুবাই-নিউ ইয়র্ক জেএফকে রুটে পরিচালিত বিরতিহীন দৈনিক দু’টি ফ্লাইটে (EK 201/ 202) প্রিমিয়াম ইকোনমি সেবা পাওয়া যাবে। তাছাড়াও, ১০ নভেম্বর থেকে ভায়া মিলান, দুবাই ও নিউ ইয়র্কের মধ্যে পরিচালিত দৈনিক ফ্লাইটেও (EK 205/ 206) এই কেবিন সেবা যুক্ত হচ্ছে। এর ফলে, যেসকল যাত্রীরা দুবাই-মিলান রুটে ভ্রমণ করবেন, তারা মোট দু’টি দৈনিক ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি সেবা পাবেন। উল্লেখ্য, ইতোমধ্যে এই রুটে একটি ফ্লাইটে এই সেবা প্রদান করা হচ্ছে।
এমিরেটস আগামী ২০২৬ সালের মার্চ মাস নাগাদ বিশ্বে মোট ৬৮টি গন্তব্যে প্রিমিয়াম ইকোনমি কেবিন চালু করবে। এয়ারবাস এ৩৮০, বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে এই সেবা প্রদান করা হবে।