রবিবার | ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২

পারমাণবিক ভবিষ্যৎ বিনির্মানে উদ্ভাবনের ওপর রসাটমের গুরুত্বারোপ

বিশেষ প্রতিনিধি:
 সম্প্রতি রসাটমের অংশগ্রহণে যুক্তরাজ্যের লন্ডনে শেষ হলো বিশ্ব পরমাণু সংস্থা (WNA) এর বার্ষিক সিম্পোজিয়াম। সারাবিশ্বের পরমাণু শিল্পের নেতৃস্থানীয় ব্যাক্তিদের জন্য এটি একটি অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের পরমাণু শক্তি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় বলে রসাটমের মিডিয়া উইং থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
 
 রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের অংশগ্রহণকারীদের মধ্যে ছিল রসাটম এনার্জী প্রকল্পের মহাপরিচালক আন্দ্রেই রঝদেস্তভিন, প্রধান টেকসই কর্মকর্তা পোলিনা লিয়ন এবং ল্যাটিন আমেরিকা বিষয়ক আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ইভান দাইবভ।
 
 আন্দ্রেই রঝদেস্তভিন বলেন, “পরমাণু ভবিষ্যৎ নির্মানঃ জাতীয় এবং আন্তর্জাতিক প্রকল্পগুলোতে অগ্রগতি ও উদ্ভাবন” শীর্ষক একটি প্রেজেন্টেশন প্রদান করেন। প্রেজেন্টেশনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরমাণু প্রকল্প উদ্যোগগুলো তুলে ধরেন। পরমাণু জ্বালানী চক্রের উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পারমাণবিক শক্তির ভূমিকা বিস্তারে রসাটম অব্যহতভাবে কাজ করছে এবং সামগ্রিক পারমাণবিক শক্তির সমাধান প্রদানের মাধ্যমে রাশিয়া এবং অন্যান্য দেশে জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অব্যহতভাবে উদ্ভাবনী প্রযুক্তির আবির্ভাবের ওপর ভিত্তি করে রসাটম তাদের বিদেশী পার্টনারদের পরমাণু জ্বালানী চক্রের ক্ষেত্রে সর্বাধুনিক সমাধান প্রদান করে আসছে”। 
 
পরমাণু শক্তির টেকসই উন্নয়নে নতুন উদ্যোগ, উদ্ভাবনা এবং কৌশলগত পদক্ষেপসহ অন্যান্য বিষয়ের ওপর আয়োজিত একটি সেশনে পোলিনা লিয়ন বিশ্বব্যাপী রসাটম পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানানা, “বিভিন্ন ম্যাক্রোইকোনমিক এবং সাংস্কৃতিক পরিমন্ডলে রসাটম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মান করছে যেমন বাংলাদেশ, রাশিয়া, তুরষ্ক, মিশর, হাঙ্গেরী ইত্যাদি। তাদের মধ্যে একটাই মিল যে, তারা একটি নির্ভরযোগ্য এবং টেকসই এনার্জীর উৎস পেতে আগ্রহী। আমরা প্রত্যক্ষ্ভাবে দেখতে পাচ্ছি কীভাবে আমাদের প্রকল্পগুলো মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, যা আমাদেরকে এগিয়ে যাবার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়”। 
 
‘পরমাণু ভিত্তিক এনার্জীঃ বিশ্বব্যাপী ব্যবহার’ শীর্ষক এক সেশনে ইভান দাইবভ আন্তর্জাতিক বাজারে বিশেষকরে ল্যাটিন আমেরিকায় শান্তিরপূর্ণ লক্ষ্য নিয়ে বহুমুখী পারমাণবিক সমাধান প্রদানে রসাটমের অভিজ্ঞতা তুলে ধরেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.