বুধবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর অফিসের ডিজিএম রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় দপ্তর ভিত্তিক সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, প্রশাসনের নজরদারি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.