
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে কুকুরে কামড়ানো অসুস্থ মহিষ জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে এক কসাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় এক মন জব্দকৃত মাংস ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত কসাই মো. সাইদুল ইসলাম (২৪) রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহর উপস্থিতিতে অসুস্থ মহিষ জবাইয়ের বিষয়টি প্রমাণিত হলে আদালত ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১’ অনুযায়ী অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে প্রায় এক মন মাংস জব্দ করে পদ্মার চরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ অসুস্থ গরু বিক্রি, জবাই ও ভক্ষণ থেকে বিরত থাকতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।