বুধবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২

অবৈধ সার ও কীটনাশক বিক্রির অভিযোগে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি ঠেকাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় বাজারে পরিচালিত এ অভিযানে মেসার্স অপূর্ব বীজভাণ্ডারকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত।


অভিযানে সহযোগিতা করে লালপুর থানা পুলিশ। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুরুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও জানান, কৃষকদের ন্যায্য স্বার্থ রক্ষা ও অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.