নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
গত রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে বাড়ি থেকে জুতা কেনার উদ্দেশে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তিনি উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের পিতা মো. তয়েজ উদ্দিন ও মাতা আমেনা বেগমের সন্তান।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) নিখোঁজ তরিকুল ইসলামের ভগ্নিপতি মো. জিল্লুর রহমান জানান, ওইদিন দুপুর ১টা ৫ মিনিটে পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ মুঠোফোনে কথা হয়। সে সময় দ্রুত জুতা কিনে বাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছিলেন তরিকুল। এরপর থেকে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাথায় ছোট কোঁকড়ানো চুল রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে সাদা পাঞ্জাবি ছিল। তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন এবং নিখোঁজ হওয়ার পেছনে কোনো পারিবারিক কলহ বা অসুস্থতার কারণ নেই। এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভগ্নিপতি জিল্লুর রহমান বলেন, আমার শ্যালক নিখোঁজ হওয়ার পর আমরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাঁকে পাইনি। কেউ তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানা বা আমার সঙ্গে (০১৭১২৪২৯৩০৪) যোগাযোগ করার অনুরোধ করছি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ তরিকুল ইসলামের সন্ধানে তৎপর রয়েছে। দ্রুত তাঁকে খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।