শুক্রবার | ৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২

শিক্ষকদের সঙ্গে টিপুর মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সবসময় পাশে থাকব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নেও উদ্যোগ নেব।’
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন মঞ্জিলপুকুর কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই নান্নুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
শিক্ষকেরা সভায় অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক সংকট, আধুনিক শিক্ষার উপকরণ ও পাঠদানের পরিবেশ উন্নয়নের নানা সমস্যা তুলে ধরেন। তাইফুল ইসলাম টিপু এসব সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা ও শিক্ষকদের জন্য প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠা করার আশ্বাস দেন।
এর অগে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তাইফুল ইসলাম টিপু। সম্প্রতি উপজেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় বিএনপি নেতা টিপু পূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে বলেন, ‘আপনারা এ দেশের মানুষ। কেউ কোনো ধরনের হুমকি দিলে বা চাঁদা দাবি করলে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আপনারা কেন দেশ ছেড়ে যাবেন? আপনারা এ দেশে সংখ্যা লঘু নন, এ দেশেরই নাগরিক। সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে-এটাই আমাদের লক্ষ্য।’
টিপু প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের পাশাপাশি সমানভাবে মন্দির ও শ্মশানের উন্নয়ন করতে চাই। ঈমাম-মুয়াজ্জিনদের মতো পুরোহিত-সেবায়েতদের বেতন-ভাতা দেওয়ার বিষয়েও জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হলে স্থায়ীভাবে মন্দির ও শ্মশান তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে কাজ করব। ধর্ম যার যার, দেশ সবার-এই নীতিতেই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’
সভায় সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


বিকেলে তিনি উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে একটি মিছিল নিয়ে লালপুর বাজারে বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে বিভিন্ন নির্দেশনা দেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই মতবিনিময় সভা নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.