শুক্রবার | ৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে গোপালপুর পৌরসভা সিএনজি স্ট্যান্ড চত্বরে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।


উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর অধ্যাপক আব্দুল ওয়াহাব, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, বাগাতিপাড়া উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, লালপুর উপজেলা সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.