শুক্রবার | ৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২

‘আপনাদের সহযোগিতার মাধ্যমে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই’-টিপু

নাটোর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘আপনাদের সহযোগিতার মাধ্যমে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।’
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
টিপু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতার মাধ্যমে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করতে চাই।
তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে কিন্তু আপনারা লেখনীর মাধ্যমে সত্য কথা তুলে ধরবেন। সেটা কারও পক্ষে বা বিপক্ষে যেতেই পারে। এ ব্যাপারে রাজনৈতিক নেতাকর্মীদের ধৈর্যশীল হতে হবে। আমার দায়িত্ব লালপুরের মানুষকে শান্তিপূর্ণ জায়গায় রাখা।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমিসহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক, সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও তাদের প্রতিনিধি, লালপুর-বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও মতবিনিময় করছেন তাইফুল ইসলাম টিপু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন সময় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে নির্বাচনী নির্দেশনা দিচ্ছেন তিনি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই মতবিনিময় সভা নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.