নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই কম্পিটিশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ আলম সেখের সভাপতিত্বে বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সেকশন অফিসার মো. মাহবুবুল হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা, বিভাগীয় প্রধান আরএসি নিরঞ্জন কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেবে এবং তরুণ প্রজন্মকে বিশ্ব শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে সক্ষম হবে।
এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) তরুণদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করা এবং কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ
বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল র্যালিটি সিংড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।