নিজস্ব প্রতিবেদক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্দেশ্যে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এর মিনি অডিটোরিয়ামে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে চারসদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটিতে যৌথভাবে কো-কনভেনর হিসেবে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান এবং শাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) শাব্বির এ চৌধুরী, সদস্য সচিব পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন। এছাড়া সভায় ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, সাস্ট আমাদের গর্বের জায়গা। দেশ-বিদেশে সাস্টিয়ানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখে চলছেন। অ্যালামনাইয়ের কার্যক্রম ও পরিধি বাড়াতে কাজ পুরোদমে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সবার প্রতি শুভকামনা জানান এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা করেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আশরাফুল আলম, মো. আব্দুস সালাম, সেলিম মো. আলী আজগর, মুস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) দেলোয়ার ইসমাইল টিটু এবং সঞ্চালনা করেন খুরশিদ আলম হিটু। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন যৌথভাবে ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ এবং এডভোকেট দেলোয়ার হোসেন শামীম।