নিজস্ব প্রতিবেদক :
লালপুরের মানুষকে অত্যাচার করা হয়েছে। ব্যবসা করতে দেয়া হয়নি। পদ্মার চরে ব্যক্তি মালিকানা জমির বালু ও মাটি জোরপূর্বক তুলে নেয়া হয়েছে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে জোর করে বালু উত্তোলন বন্ধ করা হবে। চরের জমি আপনারা স্বাধীনভাবে বিক্রি করতে পারছেন না। আল্লাহ সুযোগ দিলে যার জমি, সে স্বাধীনভাবে বেচাকেনা করবে। সে ব্যবস্থা করবো। চরের খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল বানানো হবে। শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হবে। এলাকার বেকারত্ব দূর করা হবে।রিকশা, ভ্যান, টেম্পু ও অটো শ্রমিক – কারো থেকে কোন চাঁদা তুলতে দেওয়া হবে না। এই চাঁদা যে ছেলেটা তুলে, তাদের যত সামান্য টাকা দিয়ে রাজনৈতিক নেতারা নিজেদের পকেট ভারী করেন। যে ছেলেটা জীবন জীবিকার তাগিদে চাঁদা তুলছে, আমি তার চাকরির ব্যবস্থা করবো। শ্রমিকদের রক্ত ঘামানো টাকা থেকে চাঁদা নেয়ার জন্য আমরা রাজনীতি করতে আসিনি। যত বড় শক্তিশালী মাস্তান কিংবা ব্যক্তি বাধা দিক, সকল বাধা ছিন্ন করা হবে। আপনারা নিজের ব্যবসা করবেন। কাউকে চাঁদা দিতে হবে না। নির্দ্বিধায় স্বাভাবিক জীবনযাপন করবেন। কারো কাছে মাথা নত করবেন না। বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু আজ সন্ধ্যায় নাটোরের লালপুরে উপজেলার আড়বাব ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু বয়োজ্যেষ্ঠ ভক্ত অনুরাগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন। হিন্দু সম্প্রদায়ের সকলকে নির্ভয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের আহবান জানান। এছাড়া পরিদর্শনকালে মন্দিরগুলোতে নগদ আর্থিক সহায়তা করেন ও নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তাইফুল ইসলাম টিপু আরও বলেন, আজ লালপুর বাজার পানিতে ডুবে যায়। বিএনপি ক্ষমতায় আসলে আর আমি এমপি হলে, যত টাকা লাগুক আমি লালপুর বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি এসেছি আপনাদের সন্তান হিসেবে। আপনাদের দোয়া নিতে, তারেক রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে। আমার কাছে যেতে কোন মাধ্যম বা টাকা লাগবে না।
অনেকে সুসময়ের পাখি হয়ে এলাকায় আসেন ভোট নিতে। কিন্তু আপনাদের ঠিকভাবে চিনে না। এলাকার নাম জানে না। বিএনপি ক্ষমতায় গেলে বৃদ্ধ, অসহায়, প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যা দিয়ে হতদরিদ্র মানুষরা সরকারি অনুদান পাবে। তাদের পরিবার চালাতে পারবে। এক কোটি মানুষকে স্বাস্থ্য কার্ড দেয়া হবে, যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে। আমি অন্যান্য এলাকার চেয়ে লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য একটি কার্ড হলেও বেশি আনবো। আমি শক্তিশালী মানুষ না। কিন্তু জায়গাগুলো চিনি। তাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তাদের থেকে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।