বৃহস্পতিবার | ২ অক্টোবর, ২০২৫ | ১৭ আশ্বিন, ১৪৩২

দারুল হিকামাহ্ মডেল মাদরাসার উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত দারুল হিকামাহ্ মডেল মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) উপজেলার লালপুর ইউনিয়নের উত্তর লালপুরে মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অব.) ড. মো. ওমর আলী।


মাদরাসার পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম ও প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মো. সোয়াইফ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মাজদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা রফি উদ্দীন খাঁন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সাংবাদিক মো. সালাহ উদ্দীন, পল্লী কর্মসহায়ক
ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) মো. রবি উজ্জামান, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক এহসানুল করিম তুহিন, মো. ইমরান হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা জাকারিয়া হোসাইন, সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দীন হক, সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, মাওলানা তোফাজ্জল হোসাইন, সহকারি মৌলভী মো. হামিদুল ইসলাম, ইউপি সদস্য কামারুজ্জামান চঞ্চল, হাচান প্রামাণিক প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মাদরাসা পরিচালনা পরিষদের পরিচালক (প্রশাসন) মো. আব্দুল হালিম। এছাড়াও অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক, সংস্থার নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. ওমর আলী বলেন, আদর্শ নাগরিক তৈরী করতে হলে ইসলামি ও নৈতিক শিক্ষার গুরুত্ব দিতে হবে। ছোটবেলায় আদব শিক্ষা দিতে হবে। দারুল হিকমাহ্ মডেল মাদরাসা একটি ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের আদর্শ মানুষ তৈরির জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি এই মাদরাসার অগ্রগতিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে মাজদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা রফি উদ্দীন খাঁন বলেন, বর্তমানে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষা এগিয়ে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাদরাসা পড়ুয়া ছাত্ররা ভালো অবদান রাখছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে স্বর্ণপদক অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাজার শরীফ কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি বলেন, ছাত্রদের ইসলামি শিক্ষা ও যুগোপযোগী শিক্ষার গ্রহণে উৎসাহিত করতে হবে। তারা যেমন আরবীতে কথা বলতে পারবে, ঠিক তেমনি ইংরেজিতেও কথা বলবে। তাহলে স্মার্টও নৈতিক আদর্শের মানুষ হিসেবে গড়ে উঠবে। দেশের উন্নয়নে অবদান রাখবে।


অনুষ্ঠানে মাদরাসার বর্তমান পাঠদান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। মাদরাসার শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ফিতা কেটে মাদরাসার শুভ উদ্বোধন করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য যে, আধুনিক বিশ্বের সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সাধনের জন্য একদল মননশীল, নৈতিক মূল্যবোধ ও কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তির উদ্যোগে যোগ্য আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়ে মাদরাসাটি পাঠদান কার্যক্রম শুরু করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.