সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

এমিরেটসের ৪৮টি সাপ্তাহিক ফ্লাইট ২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে উন্নীত হচ্ছে

বিশেষ সংবাদদাতাঃ
এমিরেটস এয়ারলাইন আসন্ন শীত মৌসুমে বর্ধিত যাত্রী চাহিদা পুরনের লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে আরো ৬টি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট যুক্ত করছে। এর ফলে এই বিমানবন্দরে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৪৮টিতে উন্নীত হবে। বর্তমানে এয়ারলাইনটি প্রতিদিন লন্ডন হিথ্রোতে তাদের ফ্ল্যাগশীপ এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে দৈনিক ৬টি ফ্লাইট পরিচালনা করছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্যদিনগুলোতে পরিচালিত হবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭-৩০০ইআর, যার ইকোনমি, বিজনেস এবং প্রথম শ্রেণীতে ৩৫০টির অধিক যাত্রী আসন থাকবে।

২০২৬ সালের ফেব্রুয়ারী নাগাদ লন্ডনের হিথ্রো, গ্যাটউইক এবং স্ট্যানস্টীড বিমানবন্দরগুলোতে পরিচালিত এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৪৬টিতে উন্নীত হবে। এছাড়াও, বিভিন্ন আঞ্চলিক গন্তব্য যেমন ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, নিউ ক্যাসেল, গ্লাসগো এবং এডেনবার্গেও এমিরেটস ফ্লাইট সেবা প্রদান করে থাকে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.