নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশকে নিয়ে, বিএনপিকে নিয়ে ও আগামী নির্বাচনকে নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তবে নির্বাচন নিয়ে আর কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। ভোটারদের ভোটে যে সর্বোচ্চ ভোট পাবে, তাকে বিজয়ী ঘোষণা করতে হবে। এ সময় তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি ২০০৮ মডেলের সুপরিকল্পিত এজেন্টশীপ নির্বাচনের পুনরাবৃত্তি করতে চান, তার খেসারত আপনাদের দিতে হবে। মনে রাখবেন আপনারা বর্ডার পার হতে পারবেন না। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, রংবাজ, ঘুষখোর, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ। তার ঘোষিত ৩১ দফা দুর্নীতি ও দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ গড়ার রক্ষাকবচ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুরে পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৪১) সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ নিরপেক্ষ ভোট, জবাবদিহিতামূলক সরকার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও ইসলামী মূল্যবোধের স্বাধীনতা চাই। তিনি নাটোর ১ আসনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামীতে কুটির শিল্প ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করা হবে। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। লালপুর – বাগাতিপাড়ায় সৎ, যোগ্য, মেধাবী ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে স্বচ্ছ বিএনপি উপহার দেওয়া হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান মিল্টন, গোপালপুর পৌর বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ