নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “ভবিষ্যতে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের কোনো শিক্ষার্থী বা নাগরিক রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হবে না। একজন শিক্ষার্থী সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, জেনারেল কিংবা মাদ্রাসা— যেখানেই পড়ুক না কেন, তার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ পাবে।”
শনিবার (১১ অক্টোবর) দুপুরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এই দেশের সম্পদ। তাদেরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “এই দেশ আমরা অর্জন করেছি ত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে। ১৯৫২, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালে ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে বৈষম্য আজও বিদ্যমান। যদি আমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে পারি, তাহলে ভবিষ্যতে আর কাউকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রাণ দিতে হবে না। নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার জন্ম দেয়।”
জামায়াত নেতা বলেন, “আজকের শিশুরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারা যদি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে, তবে মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। শিক্ষা হতে হবে নৈতিকতার ভিত্তিতে, যাতে তারা সত্যিকারের নাগরিক হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার বলেন, “দেশে কিন্ডারগার্টেন শিক্ষা আজ প্রাথমিক শিক্ষার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এই শিক্ষাব্যবস্থার বিস্তার ও মানোন্নয়ন অব্যাহত রাখতে সরকার ও সমাজের সকল শ্রেণির সহযোগিতা প্রয়োজন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান, এসোসিয়েশনের শিক্ষা সচিব মো. আলহাজ উদ্দিন রোহিত, কেন্দ্রীয় যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ