শনিবার | ২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২

লালপুরে বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় হাই কমিশনারের মুগ্ধতা প্রকাশ

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে প্রাচীন ও ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমাতা মন্দিরের শৃঙ্খলাবদ্ধ আয়োজন, মনোমুগ্ধকর সাজসজ্জা ও বিপুল ভক্তসমাগমে মুগ্ধ হয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি মন্দিরের ৫৩৬তম কালীপূজা ও মেলা পরিদর্শনকালে তাঁর মুগ্ধতার অনুভূতি ব্যক্ত করেন পরিদর্শন বইয়ে।
পূজা উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দিরে পৌঁছে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার সনাতন ধর্মীয় আচার অনুসারে পূজা অর্চনা করেন। এরপর তিনি পুরো মন্দির প্রাঙ্গণ ও মেলা ঘুরে দেখেন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে মন্দিরের পরিদর্শন বইয়ে তিনি লেখেন, “কালীপূজা, দীপাবলি ও শিব পূজার এই শুভ লগ্নে লালপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত মনে করছি। দেবী কালী মায়ের পূণ্যময় পায়ে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের সুযোগ পাওয়া আমার জন্য এক অনন্য আনন্দ ও আত্মিক তৃপ্তির বিষয়। আমার সহধর্মিণী ও রাজশাহীর এ.এইচ.সি.আই (AHCI) এর সম্মানিত সহকর্মীবৃন্দসহ এই পবিত্র মন্দিরে এসে আমরা গভীরভাবে মুগ্ধ হয়েছি। এখানকার মনোমুগ্ধকর সাজসজ্জা, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বিপুল ভক্তসমাগম এই ঐতিহাসিক উৎসবকে দিয়েছে এক অনন্য মাহাত্ম্য। এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধের যে সুন্দর প্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
পরে মন্দিরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পাল, সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা, কোষাধ্যক্ষ নিখিল কুমার কুন্ডু, অন্যান্য সদস্য, ভক্তবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের পূজা উপলক্ষে বুধপাড়া কালীমন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। প্রাচীন ঐতিহ্যের ধারক এই পূজা ও মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে প্রতি বছর হাজারো মানুষের সমাগমে পরিণত হয় এক মিলনমেলায়। ৭ দিনব্যাপী এ ধর্মীয় মিলনমেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী রবিবার (২৬ অক্টোবর) শেষ হবে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.