শনিবার | ২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২

আমার কবর হবে লালপুর–বাগাতিপাড়ার মাটিতেই — তাইফুল ইসলাম টিপু

নিজস্ব প্রতিবেদক :

“লালপুর–বাগাতিপাড়ার মাটিতে যার জন্ম হয়নি, সে এই এলাকার মানুষের মর্ম বুঝবে না। তাদের কবর এই মাটিতে হবে কিনা তারও নিশ্চততা নেই। কিন্তু স্বাভাবিক মৃত্যু হলে আমার কবর এই মাটিতেই হবে। বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হতে চাই।”—বিএনপির কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এমনই আবেগময় মন্তব্য করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তাইফুল ইসলাম টিপু বলেন, “আমি এই মাটিতেই রাজনীতি করেছি, এই মাটির মানুষই আমার শক্তি। বিএনপিকে ধরে রাখার জন্য আমরা অনেক ত্যাগ করেছি। সেই ত্যাগই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে সাহসের প্রতীক হয়ে থাকবে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে কখনো যাইনি। ৪৩ বছর ধরে রাজপথে থেকে বিএনপির জন্য সংগ্রাম করেছি। শত নির্যাতন ও মিথ্যা মামলার মুখেও কখনো পিছু হটিনি।”
তিনি আরও বলেন, “আমরা পালিয়ে যাওয়ার দল নই। জিয়াউর রহমান যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন, আর খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের নির্যাতন সহ্য করেও আপস করেননি। আমরাও সেই আপসহীন নেতৃত্বের সৈনিক।”
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্র দলের সহ–সভাপতি এনামুল হক বিদুৎ ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.