শনিবার | ২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২

ওয়ান ইলেভেনের দুঃসময়ে খালেদা জিয়ার পাশে ছিলাম, আজও আছি — তাইফুল ইসলাম টিপু

ডেস্ক রিপোর্ট :

বিএনপির কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ওয়ান ইলেভেনের কঠিন সময়ে যখন অনেকে খালেদা জিয়ার পাশে ছিলেন না, তখন তিনিই জীবন বাজি রেখে রাজপথে ছিলেন। তিনি বলেন, “সেদিন যারা দূরে সরে গিয়েছিল, আজ তারা সুবিধা নিচ্ছে; কিন্তু আমরা তখনও খালেদা ও তারেক রহমানের পতাকা হাতে নিয়ে লড়েছিলাম।”

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এ কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, “২০০১ সালের নির্বাচনে ফজলুর রহমান পটলকে বিজয়ী করতে জীবন বাজি রেখেছিলাম। ২০১৪ সালের আন্দোলনে রাজপথে ছিলাম। বিপদের সময় বিএনপির কর্মীদের পাশে থেকেছি। ১৭ বছর ধরে নির্যাতিত হলেও বিএনপিকে ছেড়ে যাইনি।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিই পারে।”

দলের ঐক্যের আহ্বান জানিয়ে টিপু বলেন, “বাংলাদেশ বাঁচাতে হলে সাহসী, খাঁটি ও বিশ্বস্ত নেতাদের সামনে আনতে হবে। নির্বাচনের পরেও ষড়যন্ত্র চলবে—তাই রাজপথে তারেক রহমানের জন্য লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্র দলের সহ–সভাপতি এনামুল হক বিদুৎ ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.