শনিবার | ২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২

নারীর জাগরণে বদলে যাবে বাংলাদেশ: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ :
নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, “দেশের মোট ভোটারের অর্ধেকই নারী—এই শক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নাটোরের উপজেলায় শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে “নারীর জাগরণ মঞ্চ”-এর আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি দেখে যান—লালপুরের হাজার হাজার নারী আজ আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে একত্রিত হয়েছে।
বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরে এড. পুতুল বলেন, নারীর সামাজিক সুরক্ষা ও আত্মমর্যাদা নিশ্চিত করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে। এই কার্ডের মাধ্যমে একজন নারী তার পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি ‘কৃষক কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’ চালু করে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, “লালপুর-বাগাতিপাড়ার নারীদের স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তাদের বাইরে যেতে না হয়। বিএনপি উন্নয়নের প্রথম ধাপেই নারীদের কর্মজীবনে অগ্রাধিকার দেবে।”
বক্তব্যে তিনি বলেন, “নারীরা যেমন সংসার, সমাজ ও দেশ গড়তে পারে, তেমনি ধ্বংসও করতে পারে। বেগম খালেদা জিয়া একজন সার্থক নেত্রী—তিনি দেশ গড়েছেন; আর শেখ হাসিনা গুম, খুন ও দুর্নীতিতে সফল হলেও সার্থক হতে পারেননি।”
নারীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের অধিকার ও মর্যাদার জন্য নিজেকেই প্রথম আওয়াজ তুলতে হবে। নারী যদি জাগে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। নারী জাগরণই পারে বাংলাদেশের চেহারা পাল্টে দিতে।”
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও স্বপ্নের বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে পুতুল বলেন, “ধানের শীষে ভোট দিন, বিএনপিকে জয়যুক্ত করুন।
সভা শেষে তিনি আরও বলেন, যারা জান্নাতের স্বপ্ন দেখাচ্ছেন, তাদের বলছি—পৃথিবীতে বেঁচে থাকতে কিছু স্বপ্ন দেখা ও তা বাস্তবায়ন করাও জরুরি। সেটা একটু করে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের  আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.