
গত ৮ অক্টোবর “দৈনিক জনদেশ” পত্রিকায় “শিক্ষা অফিসারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিতর্ক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাটোরের লালপুর উপজেলার সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান।
প্রতিবাদলিপিতে তিনি লিখেন, গত ৮ অক্টোবর “দৈনিক জনদেশ” পত্রিকায় “শিক্ষা অফিসারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিতর্ক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে আমার নাম উল্লেখপূর্বক আমার বদলির আবেদনের পেক্ষাপটে কিছু মন্তব্য করা হয়েছে।
আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই, আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা কাম্য ছিল না। বদলির বিষয় যেহেতু অনলাইন ভিত্তিক, তাই এখানে শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ও শিক্ষা অফিসের কোন রূপ অনিয়মের সুযোগ নেই।
এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কোনো কর্মকর্তার প্রতি আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই এবং তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহ আমার অফিসের বিরুদ্ধে সংবাদে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটি আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা এবং এতে তাদের কোন দায় নেই – একথা আমি স্পষ্টভাবে জানাচ্ছি।
সাংবাদিক ভাইকে বিষয়টি আমি বললেও হয়তো বক্তব্য সঠিক ভাবে তিনি বুঝতে পারেননি বা ভুলভাবে উপস্থাপন করেছেন। এজন্য আমি চরমভাবে ব্যাথিত। আমি কখনোই চাইনি এর ফলে কোন শিক্ষা কর্মকর্তা বা শিক্ষকের সম্মানহানি হোক।
আমি আশা করছি আমার এ প্রতিবাদটি পত্রিকায় প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্টদের ভুল বোঝাবুঝি নিরসনে সহায়ক হবে।
বিনীত
জিয়াউর রহমান