বুধবার | ২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২

লালপুরের ইউএনও হিসেবে যোগদান করলেন জুলহাস হোসেন সৌরভ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের ৪২তম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. জুলহাস হোসেন সৌরভ যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে তিনি বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসানের স্থলাভিষিক্ত হন। এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত ২৬ অক্টোবর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।


৩৬তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ (আইডি-১৮৩০৯) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ভৈরব, আমিন বাজার উপজেলা, ধানমন্ডি সার্কেলে কর্মরত ছিলেন। এরপর ২০২৪ সালের ২ এপ্রিল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে রাজশাহী বিভাগীয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ২৮ অক্টোবর লালপুরের ইউএনও হিসেবে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করলে ডিসি আসমা শাহীন তাঁকে বরণ করে নেন। পরে বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসানের নিকট দায়িত্ব গ্রহণ করেন।


উল্লেখ্য, বিদায়ী ইউএনও মো. মেহেদী হাসান পাবনা সদর উপজেলায় পদায়িত হয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.