
ঈশ্বরদী (পাবনা ) সংবাদদাতা:
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে ঈশ্বরদীতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঈশ্বরদী রেলগেট থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামায়াত প্রথমে সংস্কার চাইলো, তারপর বিচার চাইলো। এরপর কিছুদিন নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি চাইলো। সব কিছুতে ব্যর্থ হয়ে এখন আবার তারা গনভোট নিয়ে উতলা হয়েছে। জামায়াতের এই চক্রান্তে পড়ে বর্তমান সরকার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার তাও দেশ ছেড়ে পালাতে পেরেছে, কিন্তু বর্তমান সরকার জনগনের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি।
বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও পাবনা জেলা যুবদলের সদস্য রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমূখ।
এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাঁড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল ইসলাম হামদু মেম্বার, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী বিশ্বাস, পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, বিএনপি নেতা আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, এনামুল হক, বিএনপি নেতা দুলাল মন্ডল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা চামেলী খাতুন, সাবেক ছাএদল নেতা তুহিন বিন সিদ্দিক, বিএনপি নেতা তুহিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা যুবায়ের হোসেন বাপ্পি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, ইউপি সদস্য তোহিদুল ইসলাম তুহিন, সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাবেক ছাএদলের সভাপতি এনামূল হক, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহল আমিন, জেলা ছাত্রদলের সদস্য বিকি আগারওয়াল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা, সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মালিথা, সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বিপুল হোসেন বুদু, যুবদল নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থীব, সাধারণ সম্পাদক রিয়া মুল ইসলাম রিয়াম, রাজন আলী, যুবদল নেতা সানাউল হক, আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ছাত্রদল নেতা আল আমিন, যুবদল নেতা শাকিল সামসি সানি, শাহীন, উজ্জল, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মহন প্রমূখ উপস্থিত ছিলেন।