বুধবার | ৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২

নাটোরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে বিলমাড়ীয়া প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার একমাত্র সরকারি বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে বিলমাড়ীয়া ফুটবল ফেডারেশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ মো. আনেজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, বিলমাড়ীয়া বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মাসুদ রানা সরদার, বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. সুলতান মাহমুদ সাঈফী, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. রাজন আহমেদ, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আসলাম উদ্দিন এবং ক্রীড়াবিদ মো. মঞ্জুর হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় লালপুর ফুটবল একাদশ (নাটোর) ও মাজদিয়া ফুটবল একাদশ (ঈশ্বরদী)। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় লালপুর ফুটবল একাদশ।

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, এ ধরনের টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়াচর্চা ও তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.