
নাটোর প্রতিনিধি:
বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ হয়েছে, ততবারই তা বিএনপির হাত ধরেই ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৭ নভেম্বরের মহান বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস থেকে দেশের মানুষকে দীর্ঘদিন দূরে রাখা হয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনগণের ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরে আসে।”
তিনি আরও বলেন, “স্বৈরশাসক এরশাদের আমলেও বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। স্বৈরাচারী হাসিনার সময়ে দেশে আবারও গণতন্ত্র বন্দী হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।”
পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ