
নাটোর প্রতিনিধি:
লালপুরের বিলমাড়ীয়া মডেল একাডেমীর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১১ নভেম্বর) একাডেমী চত্বরে অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন, বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বায়েতুল্লাহ , রবিউল ইসলাম, নাহিদ হোসেন, মিন্নাতুন নেচ্ছা, সাকিরা খাতুন, জান্নাতুল ফেরদৌস পান্না,আরিফা খাতুন,অভিভাবক সালমা খাতুন, বিদায়ী শিক্ষার্থী অভি কর্মকার, সানিয়া খাতুন , আকিব আহম্মদ, বিশাল ঘোষ, সোহা, আতিফা খাতুন, জুই খাতুন প্রমুখ।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থী , কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিলমাড়ীয়া মডেল একাডেমীতে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া মডেল একাডেমীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সালাহ্ উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বায়েতুল্লাহ, রবিউল ইসলাম, নাহিদ হোসেন, মিন্নাতুন নেছা, সাকিরা খাতুন, জান্নাতুল ফেরদৌস পান্না, আরিফা খাতুন, অভিভাবক সালমা খাতুনসহ অন্যান্যরা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় অভি কর্মকার, সানিয়া খাতুন, আকিব আহম্মদ, বিশাল ঘোষ, সোহা, আতিফা খাতুন ও জুই খাতুন।
শেষে প্রধান অতিথি বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ