মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২

আমাকে একদিন ভোট উপহার দেবেন, আমি পাঁচ বছর উন্নয়ন উপহার দেব : পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (১০ নভেম্বর, ২০২৫) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত তিনি লালপুর উপজেলার ৬নং দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। আগেরদিন তিনি ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এসময় তিনি গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে তিনি বলেন, “বিগত ১৭ বছরে এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাটের দুরবস্থা চরমে। আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। কিন্তু পরবর্তীতে স্বৈরাচার হাসিনার শাসনামলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লালপুর-বাগাতিপাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।”
তিনি আরও বলেন, “ভোটারবিহীন সরকার জনগণের কল্যাণে কাজ করে না। বিগত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—আপনারা আমাকে একদিন ভোট উপহার দেবেন, আমি পাঁচ বছর উন্নয়ন উপহার দেব।”
এসময় ব্যারিস্টার পুতুল আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে এলাকায় শিল্প কারখানা স্থাপন করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে যুবসমাজকে জীবিকার সন্ধানে বিদেশে যেতে না হয়। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যাতে তাদের সম্মান বৃদ্ধি পায় ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ প্রমুখ।
গণসংযোগে বিভিন্ন গ্রামে সাধারণ ভোটাররা ব্যারিস্টার পুতুলকে স্বাগত জানান এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.