
রাশিদুল ইসলাম রাশেদ :
বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, “যিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে তাকে এলাকার মানুষ দেখেনি। তিনি মাঠে ১০ মিনিটও ছিলেন না। অথচ রাজপথে যারা ছিলেন, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে তাদের মধ্য থেকে একজন যোগ্য নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ার অনুরোধ করছি দলের প্রতি। আমাকে না দিলেও, যোগ্য কাউকে দিলেই আমরা তার জন্য কাজ করব।”
তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের শেষ সময় পর্যন্ত লড়াই করব। আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাব। জিয়াউর রহমান আমার বাবার মতো, খালেদা জিয়া আমার মায়ের মতো এবং তারেক রহমান আমার ভাই ও নেতা। তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের নাম আমি যতবার নিয়েছি, আল্লাহর নাম ততবার নিলে হয়তো জান্নাতের কাছাকাছি চলে যেতাম।”
রবিবার (৯ নভেম্বর, ২০২৫) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট টিপু অভিযোগ করে বলেন, “আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ৪৩ বারও তারেক রহমান বা খালেদা জিয়ার নাম উচ্চারণ করেননি। আমরা এতই হতভাগ্য যে, মনোনয়ন পেয়ে আমাদের কর্মী জিল্লুর ও বাবুকে রক্তাক্ত করা হয়েছে। এমনকি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপির নেতা হানিফুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ