বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২

নাটোর -১ আসনে ধানের শীষের প্রার্থীকে লাল কার্ড দেখালেন রাজন সমর্থকরা

নাটোর – ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থীতা বাতিলের দাবিতে মাঠে নেমেছেন একই আসনের মনোনয়ন বঞ্চিত নেতা ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকেরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিলে তারা প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মালঞ্চি বাজার থেকে শুরু হয়ে দয়ারামপুর ও চাঁদপুর হয়ে মিছিলটি মালঞ্চি রেলগেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা পুতুলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দেওয়ার অভিযোগ তোলেন।

বিক্ষোভে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ত্যাগী ও মাঠের নেতাদের বাদ দিয়ে “সিন্ডিকেটপ্রভাবিত” প্রার্থী দেওয়া হয়েছে। তারা বলেন, ডা. রাজনই এ অঞ্চলের যোগ্য ও জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে পাশে ছিলেন। তাই ঘোষিত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিল করে ডা. রাজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটিতে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে নাটোর-১ আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে, যা কেন্দ্র করে চলছে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.