রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২

বাগাতিপাড়ায় চাকসুর ভিপি রনিকে গণসংবর্ধনা

নাটোর প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী নাটোরের কৃতি সন্তান ইব্রাহীম হোসেন রনিকে গণসংবর্ধনা দিয়েছে জেলার বাগাতিপাড়ার স্থানীয় মানুষ। শনিবার(১৫ নভেম্বর, ২০২৫) বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস থেকে ফুল দিয়ে বরণ করে তাঁকে বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠানের।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাটোর–১ আসনে জামায়াত সমর্থিত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত–শিবির নেতাকর্মী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, রনির এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বাগাতিপাড়ার তরুণদের জন্য অনুপ্রেরণা। তাঁরা মনে করেন, শিক্ষাঙ্গনে সৎ ও যোগ্য নেতৃত্বই শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে পারে।
প্রধান বক্তা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং মানুষ গড়ার একটি আদর্শ প্রতিষ্ঠান। একজন মানুষকে সৎ, যোগ্য ও  আদর্শবান করে গড়ে তুলতে জামায়াত ও তার প্রতিটি সহযোগী সংগঠন কাজ করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তার জলন্ত উদাহরণ। দুর্নীতি ও বৈষম্যহীন আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সেই লক্ষ্যে ইসলামের ছায়াতলে এমন হাজারো রনি তৈরির কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। সোনার বাংলাদেশ গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে। জামায়াতে ইসলামী সেই কাজটাই করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা আপনাদের একটি সোনার দেশ উপহার দিব ইনশাআল্লাহ।
সংবর্ধনা শেষে স্থানীয় শিল্পীরা হামদ–নাত ও ইসলামি সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
গত ১৬ অক্টোবর ভোরে চাকসুর ভিপি পদে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম। শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’–প্যানেলের প্রার্থী রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে রনি দুই ভাই ও দুই বোনের মধ্যে বড়। তিনি পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মুরাদপুর পাঁচুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.