মঙ্গলবার | ১৮ নভেম্বর, ২০২৫ | ৩ অগ্রহায়ণ, ১৪৩২

লালপুরে ধানের শীষের সমর্থনে তরুণদের মিছিল

নাটোর প্রতিনিধি:

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ঘিরে যুবসমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় লালপুরে অনুষ্ঠিত হয়েছে একটি আনন্দমিছিল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও গোপালপুর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের সকল ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে বর্ণাঢ্য মিছিলটি বের হয়।
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ত্রিমোহিনি চত্বর ও থানা মোড় ঘুরে হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে মাঠে নামার আহ্বান জানান।
বক্তারা বলেন, যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী, তারা দলের বাইরে অবস্থান নিতে পারেন না। প্রকৃত কর্মী হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ দিতে এখনই ধানের শীষের প্রচারণায় সক্রিয় হতে হবে। তা নাহলে দলের উচ্চপর্যায়ের নেতারা এসব বিচ্যুতি মেনে নেবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদল নেতা বুলেট খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.