বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

লালপুরে সমবায় দিবস পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর ২০২৩) এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা সমবায় দপ্তরের তত্ত্বাবধানে সমবায়ীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আনজুম আরা, বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন, শামসুল হক, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.