শনিবার | ২২ নভেম্বর, ২০২৫ | ৭ অগ্রহায়ণ, ১৪৩২

গণসংযোগে অভূতপূর্ব সাড়া, শ্রমিক সংকটে কৃষকের পাশে পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ, নিজস্ব প্রতিবেদক :

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজনা শারমিন পুতুল নির্বাচনী মাঠে গণসংযোগ ও কৃষকদের সহযোগিতার কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১২টার দিকে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের সহায়তায় তিনি নেতাকর্মীদের নিয়ে ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের এক একর জমির পাকা ধান কেটে দেন। যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরাও এতে অংশ নেন।

গণসংযোগে মানুষের ঢল:
প্রচারণাকালে সাংবাদিকদের পুতুল জানান,“নির্বাচনী প্রচারণার মূল উদ্দেশ্য জনগণের কাছে যাওয়া। মানুষের ইচ্ছা ও আকর্ষণেই তাদের দ্বারে দ্বারে এসেছি। সকাল থেকে হেঁটে হেঁটে ভোট প্রার্থনা করছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আমাকে আরও অনুপ্রাণিত করেছে। কারো ভেতরে কোনো ক্লান্তি নেই।”

কৃষকের ধান কাটায় দুই দিনের কর্মসূচি:
ধান কাটার উদ্যোগ সম্পর্কে তিনি বলেন,“এ বছর আল্লাহর রহমতে খুব ভালো ফলন হয়েছে। কিন্তু শ্রমিক না পেয়ে কৃষকরা বিপাকে। তাই আমরা দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছি—যতটা পারি কৃষকদের ধান কেটে সহযোগিতা করব। দেশ তখনই বাঁচবে যখন কৃষক বাঁচবে।”

তিনি আরও বলেন,“আমাদের কৃষকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় না। বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ—কৃষকের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করবে।”

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই:
নির্বাচন প্রসঙ্গে পুতুল বলেন,“ইতোমধ্যেই নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচন সঠিক সময়েই হবে। জনগণ ভোট চায়, দেশের জন্য ভোট প্রয়োজন। কিছু মানুষ ইস্যু তৈরির চেষ্টা করছে। ওগুলো পাত্তা দেওয়ার দরকার নেই। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ৫ তারিখেই ভোট হবে।”

কৃষক ও নেতাকর্মীদের কৃতজ্ঞতা:
ধান কাটতে সহযোগিতা পাওয়া কৃষক মোশারফ হোসেন বলেন,“শ্রমিকের অভাবে চিন্তায় ছিলাম। হঠাৎ পুতুল আপা এসে বললেন ধান কেটে দেবেন। আজ তিনি নিজে এসে ধান কেটে মাড়াই করে দিয়েছেন। এ জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।”
বাগাতিপাড়া যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন,“শ্রমিক সংকট হওয়ায় বহু কৃষক বিপাকে ছিলেন। পুতুল আপা নিজে উপস্থিত থেকে ধান কেটে আমাদের অনুপ্রাণিত করেছেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.