বৃহস্পতিবার | ২৭ নভেম্বর, ২০২৫ | ১২ অগ্রহায়ণ, ১৪৩২

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে রাশিয়ার আলোচনা

বিশেষ প্রতিনিধি:
রাশিয়ার কালিনিনগ্রাদে দেশটির সঙ্গে সম্প্রতি আন্তঃএজেন্সী পরামর্শ কার্যক্রমের ১১তম রাউন্ড সম্পন্ন করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ। রুশ দলের নেতৃত্বে ছিলেন দেশটির পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। অপরদিকে আইএইএ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ’র সাথে রাশিয়ার আলোচনার খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলু হয়, রুশ প্রতিনিধি দলে ছিলেন রসটেকনাদজরের প্রধান আলেক্সান্ডার ট্রেমবিটস্কি; সামরিক বিভাগের অন্তর্গত রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রোটেকশন ট্রুপের প্রধান আলেক্সি আর্টিসেভ; পররাষ্ট্র মন্ত্রনালয় এবং ফেডারেল ন্যাশনাল গার্ড ট্রুপস সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এটমিক উইকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আইএইএ’র রাফায়েল গ্রোসির মধ্যে আলোচনার ভিত্তিতে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়গুলো আন্তঃএজেন্সী পরামর্শ সভায় স্থান পায়। এখানে উল্লেখ্য যে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রনে রয়েছে।

আলেক্সি লিখাচেভ জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা সম্পর্কে আইএইএ মহাপরিচালককে অবহিত করেন এবং রসাটমসহ অন্যান্য রুশ এজেন্সীগুলো বর্তমান প্রতিকুল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানান।

দু’টি হাই ভোল্টেজ সরবরাহ মেরামতের পর জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটির এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই প্রায় পুনরুদ্ধারের ব্যাপারে উভয় পক্ষ আলোচনা করে। এ প্রসঙ্গে মেরামত কাজের সুবিধার্থে কিয়েভের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাফায়েল গ্রোসি এবং আইএইএ’র বিশেষজ্ঞরা যে অবদান রেখেছেন তার জন্য রসাটম মহাপরিচালক বিশেষ ধন্যবাদ জানান।

প্রকল্প সাইটে আইএইএ’র কর্মকর্তাদের রোটেশন এবং রসটেকনাদজরের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.