মঙ্গলবার | ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১

লালপুরের ছাত্র ও যুব মৈত্রীর গণজমায়েত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্র ও যুব মৈত্রীর যৌথ উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর ২০২৩) বিকেলে উপজেলার গোপালপুর পৌরসভার স্টেশন কড়ইতলা প্রাঙ্গণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল‌।

উপজেলা যুব মৈত্রী সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, বাংলাদেশ যুব মৈত্রী কেদ্ৰীয় কমিটির সভাপতি

তৌহিদুর রহমান তৌহিদ, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মতিউর রহমান তপন, বাংলাদেশ যুব মৈত্রী কেদ্ৰীয় কমিটির সহ – সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটি সভাপতি অতুলন দাস আলো, লালপুর উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, নাটোর জেলা যুব মৈত্রীর সভাপতি মাহবুবুল আলম, লালপুর উপজেলা ছাত্র মৈত্রীর সভাপতি তরিকুল ইসলাম শিবলু প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.