শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে-মেনন


লালপুর (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে। বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন পথ নেই।
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কড়ইতলা প্রাঙ্গনে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আখচাষি নেতা শহীদ আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ও গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহবায়ক মিজানুর রহমান মিজান, বাগাতিপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল করিম, বাগাতিপাডা উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমুখ।
আগামী নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলকে জোটের প্রার্থী ঘোষনা করে বামপন্থী সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা রাশেদ খান মেনন আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনকে বানচাল করতে ভিসা নীতি আরোপ করেছে। এতে কোন লাভ হবে না।
তিনি আরও বলেন, গত ৩১ বছরে আব্দুস সালাম হত্যার বিচার হয়নি। তিনি আশা করে বিচারকরা তাঁদের রায়ে হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।
এর আগে প্রধান অতিথিকে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস অতিথি ভবনে নিয়ে আসলে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, আব্দুস সালাম ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২নং গেটের সামনে বেলা ১০টার দিকে সন্ত্রাসীদের গুলিতে খুন হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.