সোমবার | ১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ অগ্রহায়ণ, ১৪৩২

ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক সোহেল

বিশেষ প্রতিবেদক, ঢাকা:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইনুল হাসান সোহেল। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।

সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। অন্যদিকে, দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

এ ছাড়া নির্বাচনে জয়ী হয়েছেন—সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক এবং আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক মো. রাশিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন এবং কল্যাণ সম্পাদক রফিক মৃধা।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন—মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০১-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.