মঙ্গলবার | ২ ডিসেম্বর, ২০২৫ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

নাটোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
সোমবার (১লা ডিসেম্বর, ২০২৫) জেলা পুলিশের আয়োজনে সভাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর, নিরাপদ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গতকাল (৩০ নভেম্বর, ২০২৫) পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নাটোর জেলা পুলিশে যোগদান করেন। পরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলমের নিকট থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।
পরে তিনি জেলা প্রশাসক আসমা শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.