মঙ্গলবার | ২ ডিসেম্বর, ২০২৫ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

আগামী নির্বাচন ও জনস্বার্থ রক্ষায় নাটোরে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করে সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। রোববার (৩০ নভেম্বর, ২০২৫) তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলমের নিকট থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি জেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
আজ সোমবার (১’লা ডিসেম্বর) নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নাটোরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর, নিরাপদ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান। এছাড়া তিনি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মৌলিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা জেলায় সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মুহম্মদ আবদুল ওয়াহাব দায়িত্ব গ্রহণের আগে পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নবাগত এই কর্মকর্তা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৮

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.