বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩২

যমুনা টিভির লাইট ডিজাইনার ইসফাক হোসেন বাবু আর নেই

নিজস্ব প্রতিবেদক:

যমুনা টেলিভিশনের লাইট ডিজাইনার মো. ইসফাক হোসেন বাবু (৪৪) চিরবিদায় নিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের সামাজিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মাত্র একদিন আগেও যিনি কর্মব্যস্ত ছিলেন, হঠাৎ মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে বাবুকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকদের ভাষ্য, তাঁর ফুসফুসে রক্ত জমাট বাঁধার জটিলতা দেখা দিয়েছিল এবং ওষুধের মাধ্যমে তা অপসারণের চেষ্টা চলছিল। কিন্তু অবস্থার হঠাৎ অবনতি হলে আর বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতেই যমুনা টেলিভিশন প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাঁর মুখ দেখেন এবং শোকভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানান। পরে মরদেহ নিয়ে স্বজনরা নাটোরের উদ্দেশে রওনা হন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবন এলাকার সামনে মরদেহ পৌঁছালে বাবুর সহপাঠী, শিক্ষক ও এলাকার মানুষজন ভিড় করেন। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর নানাবাড়ি পূর্ব সোনাপাতিল গ্রামে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

ইসফাক হোসেন বাবু মৃত্যুকালে মা, এক ভাই, দুই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অকালপ্রয়াণে শোকাহত তাঁর কর্মস্থল যমুনা টেলিভিশন পরিবারও।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৩-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.