শুক্রবার | ২৩ জানুয়ারি, ২০২৬ | ৯ মাঘ, ১৪৩২

নাটোরে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণদাতাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ব্র্যাক এসডিপি ট্রেনিং রুমে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিজ এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রমিজের জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার বাওয়ালি। তিনি বলেন, উদ্যোক্তারা যেন ব্যবসা সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী ব্র্যাকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণসুবিধা গ্রহণ করেন এবং সেই ঋণ ব্যবসার উন্নয়নেই ব্যয় করেন। দীর্ঘমেয়াদে সফল উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক সবসময় সহায়তা করবে।

এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট অফিসার মোছাঃ সালমা ও জিয়াউল হক। পাশাপাশি এনআরবিসি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), গ্রামীণ ব্যাংক, আশা, ব্যুরো বাংলাদেশ, জাগরণী চক্র ফাউন্ডেশন, সেতু’র শাখা ব্যবস্থাপক ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.