শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন চা-দোকানির

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন চা-দোকানি মাসুম রেজা। নিজের সামর্থ্য সীমিত হলেও প্রিয় নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় তিনি ব্যক্তিগত উদ্যোগেই এই আয়োজন করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে তার চায়ের দোকানে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের আপ্যায়নের ব্যবস্থাও করেন মাসুম।
দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিশু-কিশোর, ইউনিয়ন পরিষদের সচিব ও চৌকিদাররা অংশ নেন। স্থানীয়দের মতে, মাসুম রেজা ছোটবেলা থেকেই বিএনপি সমর্থক এবং বেগম খালেদা জিয়ার নিবেদিত ভক্ত।
দোয়া পরিচালনা করেন বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফী।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন জানান, “মাসুম গতকাল থেকেই লোকজনকে দোয়ার দাওয়াত দিচ্ছিলেন। আমিও দাওয়াত পেয়ে দোয়ায় অংশ নিয়েছি।”
মাসুম রেজা বলেন, “চা বিক্রি করে কোনোমতে সংসার চালাই। কিন্তু নেত্রী অসুস্থ শুনে সংসারের খরচ কমিয়ে দোয়া আয়োজন করেছি।”
তিনি আরও যোগ করেন, “বেগম খালেদা জিয়া শুধু আমার নয়, দেশের মানুষেরই প্রিয় নেত্রী। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন—এই দোয়াই করেছি।”

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৫-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.