
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (২৮) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম আকবর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন দাসগ্রামের আব্দুস সালেক প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন জানান, সকালে সাড়ে ৯টার দিকে জসিম উদ্দিন মোটরসাইকেলে রুপপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আকবর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে। পুলিশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০৫