শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কাজে ফিরতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক :
সরকারি হাসপাতালগুলোতে জরুরি সেবায় বিঘ্ন ঘটায় চলমান কর্মসূচি তুলে নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্রুত কাজে ফিরতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা রেখে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। বিষয়টি সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থানও এ দাবির প্রতি অনুকূল। তাই সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় অংশ নেওয়া আন্দোলনকারীদের প্রতিনিধিদের কাছে দাবির অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যাও দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবুও রোগীদের সেবাকে জিম্মি করে কর্মসূচি অব্যাহত রাখাকে মন্ত্রণালয় দায়িত্বহীন বলে মন্তব্য করেছে।
বর্তমান পরিস্থিতিতে রোগীসেবার স্বার্থে তাৎক্ষণিকভাবে কাজে ফিরে আসতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় জীবনরক্ষাকারী সেবা ব্যাহত করার মতো কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০৫-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.