শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২

ক্ষমতায় গেলে জনগণের সেবক হবো: রফিকুল ইসলাম

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ‘রাজা নয়, জনগণের সেবক’ হিসেবেই কাজ করবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শাখার সহকারী সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ। বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক ও অধিকারভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে। মুসলিমদের মতোই অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ও সুবিধা ভোগ করবে—ইসলামী দল তা নিশ্চিত করবে।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বিগত সরকারের কর্মযজ্ঞের সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম আরও দাবি করেন, “জামায়াতে ইসলামীর পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষই এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।” দেশে তিন কোটি বেকার আছে উল্লেখ করে তিনি বলেন, “বেকারত্ব দূর করতে সারাদেশে নতুন নতুন কলকারখানা গড়ে তোলা হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আধুনিক, কল্যাণকর ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা হবে।”

জনসভায় কেন্দ্রীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা, পাবনা–আটঘরিয়া–ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন— পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী মওলানা ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও ছাত্রশিবির কেন্দ্রীয় শাখার সাবেক সভাপতি মো. মুনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি এবং পাবনা জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফ হোসাইন। সভা সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.