শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

আপসহীন নেতৃত্ব হিসেবে খালেদা জিয়ার ডকুমেন্টারি প্রকাশ করল সরকার

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:

সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক নেতৃত্বকে তুলে ধরে নতুন একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ডকুমেন্টারিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ডকুমেন্টারির নাম ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর স্থিতিশীল নেতৃত্বকে তুলে ধরা হয়েছে।
প্রেস উইং থেকে জানানো হয়, “শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।”
ডকুমেন্টারিতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনসহ বিভিন্ন জাতীয় আন্দোলনে তাঁর নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশগুলো সংযোজন করা হয়েছে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে এক-এগারোর সময়কার তাঁর আপসহীন অবস্থান। নিজে ও পরিবারের নিরাপত্তার বিনিময়েও নতি স্বীকার না করার দৃঢ়তা। এছাড়া ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তাঁর কারাবরণ ও প্রতিকূল সময়েও রাজনৈতিক আদর্শে অনড় থাকার বিষয়টিও ডকুমেন্টারিতে চিত্রায়িত হয়েছে।
ডকুমেন্টারিটি শেষ হয়েছে আবেগঘন বার্তায়। বলা হয়েছে, “বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।”

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.