
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর,২০২৫) সন্ধ্যা ৭টায় উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে লক্ষীপুর ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মুসল্লিরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করেন।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৮-০২